সাঘাটা-ফুলছড়ি আসনের এমপি মাহমুদ হাসান রিপন বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে মানুষের জানমালের ক্ষতি করলে তাদের ছাড় দেয়া হবে না। তারা দেশে উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সম্মিলিত ভাবে তাদের প্রতিহত করা হবে।
সোমবার (৩০ অক্টোবর) গাইবান্ধার সাঘাটা-বারকোনা-জুমারবাড়ী-সোনাতলা জেলা মহাসড়কের প্রশস্তকরণসহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঘুড়িদহ ইউনিয়ন আ.লীগ আয়োজিত ডাকবাংলা চৌ-মাথায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঘুড়িদহ ইউনিয়ন আ.লীগ সভাপতি অনিল কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তার, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, উপজেলা আ.লীগ সভাপতি অ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী প্রমুখ।
এমপি মাহমুদ হাসান রিপন এর আগে পানি সম্পদ মন্ত্রাণালয়ের অধিনে ২১০ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডানতীর সাঘাটা উপজেলার মুন্সিরহাট, হলদিয়া এলাকা ভাঙনের হাত থেকে রক্ষা কাজের উদ্বোধন করেন।
টিএইচ